বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৩৬ এএম

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৩৬ এএম

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে এক সময় দারুণ এক জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। বল হাতে ভারতের পাগলা ঘোড়াটাকে বাগে রাখা গিয়েছিল, আর লক্ষ্যটাও ছিল আগের শ্রীলঙ্কা ম্যাচের সমান, ১৬৯ রানে। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে বাংলাদেশ সেটি তাড়া করতে পারেনি; ১২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৪১ রানে।

বাংলাদেশের পক্ষে একমাত্র সাইফ হাসান ছিলেন উজ্জ্বল। মাত্র ৫১ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেললেও, দলের অন্য সবাই আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। এর ফলে বাংলাদেশ হারার স্বাদ পায় এবং ভারত প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।

পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখন সর্বোচ্চ, ২ ম্যাচে ৪ পয়েন্ট ও নেট রান রেট ১.৩৫৭। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের ২ পয়েন্ট ও নেট রান রেট ০.২২৬। বাংলাদেশের পয়েন্ট ২ হলেও তাদের নেট রান রেট সবচেয়ে খারাপ, –০.৯৬৯। শ্রীলঙ্কার পয়েন্ট এখনো শূন্য, তবে তাদের নেট রান রেট বাংলাদেশের থেকে ভালো, –০.৫৯০।

ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের জন্য বড় ক্ষতি হয়নি। বরং এবার শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোই ফাইনালে যাওয়ার একমাত্র পথ। যদি বাংলাদেশ শেষ ম্যাচ জেতে, তাহলে তারা কোনো হিসাব-নিকাশ ছাড়াই সরাসরি ফাইনালে যাবে। আর হারলে বিদায় নিতে হবে।

অন্যদিকে শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, কারণ তাদের পয়েন্টের খাতা এখনো খোলা হয়নি এবং তারা আর ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাই হয়ে উঠেছে এক অঘোষিত সেমিফাইনাল, যেখানে জয়ী দলই ফাইনালে যাবে।

Link copied!