ভারতের বিপক্ষে এক সময় দারুণ এক জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। বল হাতে ভারতের পাগলা ঘোড়াটাকে বাগে রাখা গিয়েছিল, আর লক্ষ্যটাও ছিল আগের শ্রীলঙ্কা ম্যাচের সমান, ১৬৯ রানে। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে বাংলাদেশ সেটি তাড়া করতে পারেনি; ১২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৪১ রানে।
বাংলাদেশের পক্ষে একমাত্র সাইফ হাসান ছিলেন উজ্জ্বল। মাত্র ৫১ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেললেও, দলের অন্য সবাই আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। এর ফলে বাংলাদেশ হারার স্বাদ পায় এবং ভারত প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।
পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখন সর্বোচ্চ, ২ ম্যাচে ৪ পয়েন্ট ও নেট রান রেট ১.৩৫৭। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের ২ পয়েন্ট ও নেট রান রেট ০.২২৬। বাংলাদেশের পয়েন্ট ২ হলেও তাদের নেট রান রেট সবচেয়ে খারাপ, –০.৯৬৯। শ্রীলঙ্কার পয়েন্ট এখনো শূন্য, তবে তাদের নেট রান রেট বাংলাদেশের থেকে ভালো, –০.৫৯০।
ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের জন্য বড় ক্ষতি হয়নি। বরং এবার শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোই ফাইনালে যাওয়ার একমাত্র পথ। যদি বাংলাদেশ শেষ ম্যাচ জেতে, তাহলে তারা কোনো হিসাব-নিকাশ ছাড়াই সরাসরি ফাইনালে যাবে। আর হারলে বিদায় নিতে হবে।
অন্যদিকে শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, কারণ তাদের পয়েন্টের খাতা এখনো খোলা হয়নি এবং তারা আর ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাই হয়ে উঠেছে এক অঘোষিত সেমিফাইনাল, যেখানে জয়ী দলই ফাইনালে যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন