চলতি এশিয়া কাপে ভারতের অপ্রতিরোধ্য যাত্রা সত্ত্বেও, ফাইনালে নামার আগে একটি বড় দুশ্চিন্তা চেপে ধরেছে টিম ইন্ডিয়াকে! তা হলো ফিল্ডিংয়ের ধারাবাহিক অবনতি এবং লাগাতার ক্যাচ মিস।
গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোরের দুটি ম্যাচে জয় পেয়ে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করলেও, প্রায় প্রতিটি ম্যাচেই প্লেয়ারদের হাত থেকে হয়েছে ক্যাচ মিস।
‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’ ক্রিকেটীয় এই প্রবাদটি মাথায় রাখলে, তা কিন্তু ঘটেনি ভারতের বেলায়।
চলতি এশিয়া কাপে ভারতের ক্যাচ মিসের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত মোট ১২টি ক্যাচ ছেড়েছে, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হংকং (১১টি), শ্রীলঙ্কা ছেড়েছে মাত্র ছয়টি ক্যাচ।
গতকাল সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত একাই পাঁচটি ক্যাচ মিস করে। এর মধ্যে সাইফ হাসানের একারই ক্যাচ মিস হয় চারবার! ক্যাচগুলি ঠিকঠাক নেওয়া গেলে সাইফের ৬৯ রানের ইনিংসটি হয়তো সম্ভবই হতো না।
বিশেষ করে বোলার বরুণ চক্রবর্তীর বলে মোট চারটি ক্যাচ মিস হয়েছে, যা এই বোলারকে হতাশ করেছে।
ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি. দিলীপ ক্যাচ মিসের এই লাগাতার কারণ ব্যাখ্যা করেছেন। তার মতে, খেলোয়াড়দের খারাপ ফিল্ডিং বা মনোযোগের অভাবের চেয়েও বড় কারণ হলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট।
টি. দিলীপ জানান, দুবাইয়ের ফ্লাডলাইটগুলো 'রিং অফ ফায়ার' আকৃতির। এর ফলে আলোর চারপাশে একটি উজ্জ্বল রিং তৈরি হয়।
ক্যাচ ধরার সময় যখন একজন ফিল্ডার বলের দিকে ফোকাস করেন, তখন এই আলোর রিং তার চোখ ধাঁধিয়ে দেয়, যার ফলে ফোকাস নষ্ট হয় এবং বলের গতিপথ সঠিকভাবে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।
ফিল্ডিং কোচ আরও বলেন, ভারতীয় প্লেয়াররা এখনও এই ভিন্ন ধরনের আলোর সঙ্গে মানিয়ে নিতে পারেননি, যার ফলেই এই সমস্যা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন