বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে 'দেশের ক্রিকেটে কালো অধ্যায়' আখ্যা দিয়ে বুধবার সকালে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে অনুসরণ করে আরও ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৪-১৫ জন প্রার্থী এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের ক্রিকেটের সেরা এই ওপেনার বলেন, নির্বাচন যেভাবে হচ্ছে, সেটা ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়।
তামিম বলেন, এই নির্বাচন একটি ‘নোংরামি’, যার অংশ হয়ে তিনি বা অন্য হেভিওয়েট প্রার্থীরা থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, যখন ইসি (নির্বাচন কমিশন) চূড়ান্ত তালিকা দেবে, তখন সেই তালিকা দেখলেই আপনারা বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট।
এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে, এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না।
সাবেক এই অধিনায়ক আরও বলেন, বর্তমানে যারা বিসিবিতে আছেন, তারা হয়তো তাদের প্রক্রিয়ায় জিততে পারবেন, 'তবে এটা ইলেকশন হচ্ছে না।' এই নির্বাচনে ক্রিকেট হেরে গেছে।
আপনারা বলেন যে, ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে। তাদের বলব, আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে।