বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সমাপ্ত নির্বাচনের পরপরই পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালকের মনোনয়নে পরিবর্তন এসেছে।
আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। ইসফাকের জায়গায় এখন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে আসছেন নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, ইসফাক আহসানের জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কাজ করেছেন।
বিশেষ করে, গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে (১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত) তিনি যখন দায়িত্বে ছিলেন তখন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতার কারণে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে একটি পরিচিত মুখ ছিলেন।
শুধু করপোরেট জগতেই নয়, ক্রীড়া সংগঠক হিসেবেও রুবাবা দৌলার অভিজ্ঞতা রয়েছে।
তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন