ঘরের মাঠে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। সেখান থেকেপ্রথম দিনের দ্বিতীয় সেশনে মুশফিক-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দল।
শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ে এই সেশনে টাইগাররা কোনো উইকেটই হারায়নি। মুমিনুলের সঙ্গে পার্টনারশিপে অর্ধশতকের পথে হাঁটছেন মুশফিক।
আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক দলের শুরুটা ভালো করতে সক্ষম হন, তবে উদ্বোধনী জুটি ৫২ রানে ভেঙে যায়।
৪৪ বলে ৩৫ রান করে বিদায় নেন সাদমান। ক্রিজে নামেন মুমিনুল, কিন্তু তাকে নিয়ে দলীয় ৮৩ রানে বিদায় নেন ৮৬ বলে ৩৪ রান করা জয়। অধিনায়ক শান্তও থিতু হতে পারেননি; ১১ বলে ৮ রান করে তিনি সাজঘরে ফিরেন, দলীয় রান তিন অঙ্কে পৌঁছানোর আগে।
প্রথম সেশনে এই তিন উইকেট হারিয়ে দল ৩১ ওভারে ১০০ রানে থেমে যায়। তবে দ্বিতীয় সেশনে মুশফিক ও মুমিনুল সফরকারী বোলারদের ওপর চেপে বসেন। আইরিশ বোলারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দুজনকে সাজঘরে ফেরানো যায়নি।
চা বিরতির আগে ৬২ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছে। মুমিনুল ১২৫ বলে ৬২ রান এবং মুশফিক ১০৮ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন।
বল হাতে আইরিশ দলের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন তিনটি উইকেট শিকার করেছেন একাই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন