পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। বিষয়টি তিনি আগেই নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে পর্তুগাল খেলবে ‘কে’ গ্রুপে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়। এর পরদিন শনিবার ম্যাচগুলোর পূর্ণ সূচি প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ড্র অনুযায়ী, ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ হলো—কলম্বিয়া, উজবেকিস্তান এবং ফিফা মহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট-১ থেকে আসা একটি দল। এই প্লে-অফে কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়ার মধ্যে যে দল জয়ী হবে, তারা গ্রুপটিতে জায়গা পাবে।
গ্রুপপর্বে পর্তুগালের প্রথম ম্যাচ হবে ১৭ জুন। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে। একই স্টেডিয়ামে ২৩ জুন দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে খেলবে রবার্তো মার্টিনেজের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জুন, মিয়ামিতে, যেখানে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া।
একনজরে পর্তুগালের গ্রুপপর্বের ম্যাচ সূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)
১৭ জুন: পর্তুগাল বনাম কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া
হিউস্টন, দুপুর ১টা
২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান
হিউস্টন, দুপুর ১টা
২৭ জুন: পর্তুগাল বনাম কলম্বিয়া
মিয়ামি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন