প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আগেই সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলো পাকিস্তান। তাই আজ তৃতীয় টি-২০ ছিল তাদের বাঁচা মরার লড়াই। সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
আজ শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০ তে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। যেখানে হাসান নাওয়াজের সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে সফরকারীরা।
এদিন শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় কিউইরা। প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ফিন এলেন। তবে দলের হাল ধরেন মার্ক চ্যাপম্যান। মাত্র ৪৪ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল করেন ৩১ রান, টিম সেইফার্ট ১৯, ড্যারিল মিচেলের ১৭ রানে ভর করে ২০৪ রান সংগ্রহ করে দলটি।
পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট নেন হারিস রউফ। এছাড়া শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি প্রত্যেকে নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান শাদাব খান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ইনিংসের শুরুতে মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। হারিস ২০ বলে ৪১ রান করে আউট হলেও, অপর প্রান্তে দাঁড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ব্যাটার হাসান নওয়াজ। হাসান নওয়াজের ৪৫ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক সালমান আলির অপরাজিত ৫১ রানে ভর করে ১৬ ওভারেই ২০৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

 
                             
                                    

-(1)-20250320023656.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন