ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের নিহতের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এই ঘটনায় পাকিস্তান সরকারের সরাসরি ইন্ধন আছে বলে অভিযোগ করে আসছে।
এমন পরিস্থিতিতে দুই দেশ একে অপরের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও চুক্তি বাতিল করে আসছিল। এরই অংশ হিসেবে এবার পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় মুখদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের দেশে বন্ধ করে দিচ্ছে ভারত।
ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমসের’ এক প্রতিবেদনে অনুযায়ী, সেই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
এর আগে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করে মোদি সরকার।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন