পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল । তার মতে, রিজওয়ান কখনোই অধিনায়ক হওয়ার মতো যোগ্য নন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক টিভি অনুষ্ঠানে আকমল বলেন, ‘যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাহস থাকে, তাহলে তারা যেন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং তাকে (রিজওয়ানকে) আর কখনো এমন ক্ষমতা না দেয়। সে কখনোই অধিনায়ক হওয়ার মতো নয়।’
সম্প্রতি পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানস ৪২ বল হাতে রেখে সাত উইকেটে পরাজিত হয়। ওই ম্যাচে দলগঠন ও কৌশল নিয়ে সমালোচনা সমালোচনা করেছেন আকমল।
তিনি আরও বলেন, ‘সে যেভাবে পেশোয়ারের বিপক্ষে দল সাজিয়েছে এবং তারা যেভাবে খেলেছে, তা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়।’
এবারের আসরে শুরু থেকেই ছন্দহীন মুলতান সুলতানস প্রথম ম্যাচে হারে করাচি কিংসের কাছে। এরপর পরাজিত হয় ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির বিপক্ষে। একমাত্র জয় আসে লাহোর কালান্দার্সের বিপক্ষে, কিন্তু সেটি টিকে থাকবার জন্য যথেষ্ট ছিল না। প্লে-অফে ওঠার আগেই বিদায় নেয় ২০২১ সালের চ্যাম্পিয়নরা।