পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে গতকাল পা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাকিবকে ‘পৃথিবীর সেরা অলরাউন্ডার এবং আমাদের ভাই’ বলে অভিহিত করেন তিনি।
পিএসএলের প্লে-অফের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত লাহোর কালান্দার্স। সামিন রানা বলেন, ‘আমি ও লাহোর কালান্দার্স পরিবার বাংলাদেশ থেকে আমাদের ভাই এবং পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। পরিসংখ্যান এবং পারফরম্যান্সই তার হয়ে কথা বলে।’
সামিন রানা আরও জানান, এর আগেও একবার সাকিবকে দলে নেওয়ার চেষ্টা করেছিল লাহোর কালান্দার্স। ষষ্ঠ মৌসুমে সাকিবকে দলে নেওয়া হলেও, শেষ পর্যন্ত তিনি খেলতে আসতে পারেননি।
তবে এবার শেষ মুহূর্তে সাকিবের রাজি হওয়াতে তারা কৃতজ্ঞ।
তিনি বলেন, ‘এখন কী দারুণ সময়। আবারও ধন্যবাদ সাকিব আপনাকে, একদম শেষ সময় এসে আমাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব রাখার জন্য।
তিনি আরও বলেন, আপনি কিছু দিন আগেই দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আমাদের এখানে। আর আপনাকে দেখছি সেই আগের মতোই হাস্যোজ্জ্বল ও এনার্জিটিক।’