বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগেও জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্ব করেছেন। গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ায় তিনি দলকে নেতৃত্ব দেন।
এরপর গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি অধিনায়ক ছিলেন। তবে সেবার ছিল আপৎকালীন দায়িত্ব, এবার তাকে পূর্ণ মেয়াদে এই গুরুদায়িত্ব দেওয়া হবে বলে জানাগেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র অনুযায়ী, আজ দুপুরে মিরাজকে তার এই নতুন ভূমিকার কথা জানানো হয়।
মিরাজ বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দিতে অভ্যস্ত এবং ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত অধিনায়কত্ব করে আসছেন। জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হতে তার প্রায় নয় বছর সময় লাগলো।
উল্লেখ্য, বাংলাদেশ দল আগামীকাল তিন সংস্করণের সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিচ্ছে। টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন লিটন দাস।
মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশ আবারও তিন অধিনায়কের পথে হাঁটছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন