ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও আসলঙ্কার ফিফতিতে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে এই ম্যাচ। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা।
খেলার শুরুতেই ব্যাট হাতে ধাক্কা খান লঙ্কানরা। সাকিবের বলে শান্তর হাতে মাত্র ১ রানের মাথায় ক্যাচ দিয়ে আউট হন নিশান মাদুশকা।
প্রথম উইকেট হারিয়ে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার জুটিতে ঘুড়ে দাঁড়িয়ে আবারও উইকেট হারান শ্রীলঙ্কা।
দলীয় ৬৯ রানের মাথায় লঙ্কান ব্যাটিং ইউনিটে আঘাত করেন তানভীর। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।
নিশাঙ্কা আউট হলে ক্রিজে নেমে পরপর বাউন্ডারি হাঁকিয়ে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দেন কামিন্দু। ঠিক সে সময়ই বল হাতে কামিন্দুকে সাজঘরের পথ ধরান বাংলাদেশের অধিনায়ত মেহেদী হাসান মিরাজ।
আউট হওয়ার আগে ২০ বলে ৩ চারে ১৬ রান করেন কামিন্দু মেন্ডিস।
কামিন্দুর উইকেটের পর ভয়ংকর হয়ে উঠেন লঙ্কানরা। একের পর এক বাউন্ডারিতে দিশেহারা করে তুলেন টাইগার বোলারদের। কুশল মেন্ডিস ও আসলঙ্কার জুটিতে একসময় মনে হচ্ছিল লঙ্কানদের রান ৩২০-৩৩০-এ দিয়ে দাঁড়াবে।
তবে শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা আটকে যায় শ্রীলঙ্কার। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করেন ২৮৫ রান।
এ ম্যাচে বাংলাদেশেকে জিততে হলে করতে হবে ৩০০ বলে ২৮৬ রান।
লঙ্কানদের হয়ে এদিন ব্যাট হাতে ১১৪ বলে ১২৪ রান করেন কুশল মেন্ডিস, ৬৮ বলে ৫৮ রান করেন আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন ১৪ বলে ১৮ রান।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।