ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের দেওয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।
মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে আসালঙ্কার দল।
মাত্র ১৩ রানের মাথায় ওপেনার নিশান মাদুশকার উইকেট হারালেও পথ হারায়নি শ্রীলঙ্কা। তিন নম্বরে ব্যাট হাতে ক্রিজে এসে দলের হাল ধরেন লঙ্কান ডানহাতি ব্যাটার কুশল মেন্ডিস।
পাথুম নিশাঙ্কাকে সাথে নিয়ে কুশল গড়েন ৫৬ রানে জুটি।
এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে সাথে নিয়ে কুশল মেন্ডিস ১২৪ রানের বিশাল জুটি গড়েন। মেন্ডিস তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন এবং শেষ পর্যন্ত ১১৪ বলে ১২৪ রান করে আউট হন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব শুরুতে ভালো বোলিং করলেও, মাঝের ওভারগুলোতে লঙ্কান ব্যাটাররা রানের চাকা সচল রাখেন।
শেষদিকে হাসারাঙ্গা ও দুশমন্থা চামিরার ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত ডাক মেরে দলের বিপদ আরও বাড়িয়ে দেন।
১৯ রানে ২ উইকেট হারানোর পর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ইমন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আউট হন ২৮ রানে।
এরপর মেহেদী হাসান মিরাজ ইতিবাচক শুরু করলেও হঠাৎ বাজে শট খেলে ২৮ রানে আউট হন। শামীম হোসেনও আস্থার প্রতিদান দিতে পারেননি।
একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। তিনি ৭৫ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৭৮ বলে ৫১ রান করে আউট হন।
হৃদয়ের বিদায়ের পর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারে তানজিম সাকিব ও তাসকিন আহমেদ দ্রুত ফিরলে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়।
শেষদিকে জাকের আলী ২৭ রানের ইনিংস খেলে কেবল হারের ব্যবধান কমান। ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এরফলে ৯৯ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
ম্যান অব দ্য ম্যাচ : কুশল মেন্ডিস
ম্যান অব দ্য সিরিজ : কুশল মেন্ডিস।
আপনার মতামত লিখুন :