তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা ভুলে এবার সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে মরিয়া লিটন দাসের দল।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
২০১৩ সালের মার্চে এই পাল্লেকেলেতেই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে তাদের পরাজয় হয়েছিল। তবে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো।
এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা, যেখানে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ ৬টি এবং শ্রীলঙ্কা ১১টি ম্যাচে জয় লাভ করেছে।
সিরিজ শুরুর আগেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য স্বাগতিক শ্রীলঙ্কাকে ফেভারিট হিসেবে আখ্যায়িত করেছেন। প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে নানা আলোচনা।
এদিকে লঙ্কান অধিনায়ক আসালঙ্কা মনে করেন, টি-টোয়েন্টি ওডিআই টেস্টের মতো সহজ হবে না। এ সংক্ষিপ্ত ফরম্যাটে দু-দলেরই প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে।
আসালঙ্কা বলেন, ‘আমি আশা করছি প্রতিযোগিতামূলক সিরিজ হবে। আমি আগেই যেমনটা বললাম, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।
আমি আশা করি, ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।’