ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৩:২৬ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টেস্ট ও ওয়ানডেতে হারের পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে সুযোগ না পাওয়া লিটন দাস। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে সিরিজটি ইতিবাচকভাবে শেষ করতে চায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত ফরম্যাটে টিম টাইগার্স তাদের শেষ পাঁচটি ম্যাচেই হেরেছে। গত বছরের শেষদিকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ।

তবে এরপরই তারা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। গত মে মাসে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

এর পরের সপ্তাহে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা, যেখানে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ৬টি এবং শ্রীলঙ্কা ১১টি ম্যাচে জয় লাভ করেছে।

এদিকে আজকের প্রথম ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক লিটন দাস নিজেই।

এরপর যথাক্রমে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী এবং রিশাদ হোসেনকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।