ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রিশাদের ক্যারিয়ার সেরা লাফ, লিটন-শরিফুলেরও উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:৩৩ পিএম
রিশাদ হোসেন, লিটন কুমার দাস, শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং আপডেটে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেন ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন।

আজ বুধবার (১৬ জুলাই) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে রিশাদ হোসেনের পাশাপাশি পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং লিটন দাসও উন্নতি লাভ করেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে রিশাদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ তার বোলিং সক্ষমতা প্রমাণ করেন। প্রথম ম্যাচেও তিনি ১ উইকেট শিকার করেছিলেন। 

দুই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে তিনি এক লাফে ১২ ধাপ এগিয়ে ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন।

এদিকে, দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে ২০ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন। 

তবে মোস্তাফিজুর রহমান তার আগের ২৬তম স্থানেই রয়েছেন। অন্যদিকে, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে নেমে গেছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে লিটনের ছন্দে ফেরা

ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে লিটন দাসের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি ৭ ধাপ এগিয়ে ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন। 

প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রান করা পারভেজ হোসেন ইমন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম স্থানে রয়েছেন, যা দলের মধ্যে সর্বোচ্চ অবস্থান। তানজিদ হাসান তামিম দুই ম্যাচে ২১ রান করে ২ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন। 

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সেরা তিনে তার সাথে রয়েছেন ভারতের দুই তরুণ ব্যাটসম্যান আভিশেক শর্মা ও তিলক ভার্মা।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতি

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার সেরা ৩০-এ না থাকলেও মেহেদী হাসান মিরাজ ২১ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন। 

এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।