প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জমিয়ে তোলে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা।
আজ বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
প্রথম ম্যাচের হতাশা ভুলে ডাম্বুলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনার পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ।
এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়ার পাশাপাশি দীর্ঘদিনের সিরিজ হারের বৃত্ত ভাঙার সুযোগ লিটন দাসদের সামনে।
শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত খেলা সাতটি ম্যাচের চারটিতে জয় পেয়েছে টাইগাররা, যেখানে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৭টি এবং শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় লাভ করেছে।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরি ভেন্ডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।
বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।