রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর শোকাবহ পরিস্থিতির মধ্যেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মিরপুরে হালকা বৃষ্টি হলেও, সেটি খেলার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এক দফা বৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই তা থেমে যায় এবং আকাশে রোদ দেখা দেয়।
এরপরই মাঠকর্মীরা সুপারসপার ব্যবহার করে দ্রুত উইকেট থেকে কাভার সরিয়ে ফেলেন।
এমন শোকের আবহ এবং বৃষ্টির বাধা সত্ত্বেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।
অনেকেই স্টেডিয়ামের আশপাশ থেকে টিকিট কিনছেন এবং অনেকে ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় ভিড় করছেন। বিকেল ৪টায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়।
এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং নিহতদের স্মরণে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো প্রকার গানবাজনা বাজানো হবে না।