ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত খুবই বিরল, যেখানে বাবা ও ছেলে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামেন। কিন্তু আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি ৪০ বছর বয়সে সেই অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হলেন।
শপাগিজা ক্রিকেট লিগে (এসসিএল), আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিস আইনাক অঞ্চলের হয়ে খেলতে নেমে তিনি প্রতিপক্ষ অ্যামো অঞ্চলের হয়ে খেলতে নামা নিজের ছেলে হাসান আইসাখিলের মুখোমুখি হন।
আর প্রথম বলেই যা ঘটল, সেটি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
১৮ বছর বয়সী হাসান আইসাখিল নবির করা প্রথম বলেই জবাব দিলেন একটি বিশাল ছক্কা হাঁকিয়ে! মিড উইকেটের ওপর দিয়ে বলকে মাঠের বাইরে পাঠিয়ে ছেলেটি জানান দিলেন—নতুন প্রজন্ম থেমে নেই।
ছেলের ছক্কা, বাবার নীরবতা
মুহূর্তটি ছিল দারুণ নাটকীয়, তবে তা সত্ত্বেও মাঠে কোনো হাসিমুখ বা হালকা মজার ছাপ দেখা যায়নি নবির। হাসান সেই ম্যাচে দারুণ ইনিংস খেলেন, ৩৬ বলে ৫২ রানের ঝলকানো ইনিংসে মারেন ৫টি চার ও ২টি ছক্কা।
তাদের দল অ্যামো অঞ্চল তোলে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর।
নবি বল করেন কেবল এক ওভার, দেন ১২ রান। পরে ব্যাট হাতে নেমে তিনিও মারেন একটি ছক্কা। শেষ পর্যন্ত মিস আইনাক দল ৩ ওভার হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়।