ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৬:৩৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ০৫ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বিভিন্ন বছরে এই দিনে টেস্ট ও একদিনের ক্রিকেটে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। 

এইদিনে গ্যারি সোবার্সের ব্যাট-বলের অলৌকিক পারফরম্যান্স থেকে শুরু করে স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরি, কিংবা ইংল্যান্ডে অ্যাশেজ ধরে রাখার ঘটনাসহ অনেক কিছু ঘটেছে।

চলুন ফিরে দেখা যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিকেটীয় মুহূর্ত।

সোবার্সের শতক ও জাদুকরী অলরাউন্ডিং (১৯৬৬)

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক শতক করেন গ্যারি সোবার্স, তাও আবার লাঞ্চ থেকে চায়ের বিরতির মধ্যবর্তী সময়ে। পুরো সিরিজে তিনি যেন একাই খেলেন তিনি।

সেই সিরিজে একাই ৭২২ রান করেন ১০৩.১৪ গড়ে এবং বল হাতে তুলে নেন ২০টি উইকেট, জেতেন সবকটি টস। এই টেস্টে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ফলো অনে বাধ্য করেন তিনি। 

তবে দ্বিতীয় ইনিংসে উইকেট নেওয়ার মঞ্চে আবির্ভূত হন ল্যান্স গিবস, যিনি ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন।

বৃষ্টিতে অ্যাশেজ ধরে রাখল ইংল্যান্ড (২০১৩)

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টারের মেঘলা আকাশ আর বৃষ্টিই যেন ইংল্যান্ডের পক্ষে ব্যাট করল। সেদিন বিকাল ৪.৩৯ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সেইসাথে ইংল্যান্ড অ্যাশেজ ধরে রাখে। 

১৯২৮-২৯ সালের পর এটাই ছিল প্রথমবার, যখন সিরিজের তৃতীয় টেস্টের মধ্যেই ইংল্যান্ড নিশ্চিত হয় যে অ্যাশেজ ট্রফি তাদের হাতেই থাকছে।

স্টিভ স্মিথের প্রত্যাবর্তনে জোড়া সেঞ্চুরি (২০১৯)

বল টেম্পারিং কেলেঙ্কারির পর ফিরে এসেই আজকের এদিনে এজবাস্টনে দুটো সেঞ্চুরি করে স্টিভ স্মিথ যেন নিজের শ্রেষ্ঠত্ব ফের প্রমাণ করেন। প্রথম ইনিংসে ১২২ রানে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার যখন অবস্থা নাজুক।

ঠিক তখনই ব্যাট হাতে ম্যাচকে নিয়ে আসেন নিয়ন্ত্রণে। দ্বিতীয় ইনিংসেও ছিল তার শতক। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় পায় ২৫১ রানের ব্যবধানে। আর স্মিথ হয়ে ওঠেন অ্যাশেজ ইতিহাসের অন্যতম জোড়া শতকধারী।

গ্রেইম পোলকের অপরূপ ইনিংস (১৯৬৫)

আজকের দিনে ট্রেন্ট ব্রিজে ১২৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার গ্রেইম পোলক। টেলিভিশনে আজও যেসব ক্লাসিকাল স্ট্রোকস দেখানো হয়, তার বেশিরভাগই এই ইনিংস থেকে নেয়া। 

একই ম্যাচে তার ভাই পিটার পোলক বল হাতে দাপট দেখিয়ে ১০টি উইকেট শিকার করেন।

অধিনায়ক অ্যাথারটনের শুরু (১৯৯৩)

আজকের এই দিনেই মাইক অ্যাথারটনের ইংল্যান্ড অধিনায়ক হিসেবে অভিষেক হয় এজবাস্টনে। তিনি প্রথম ইনিংসে ৭২ রান করলেও সেদিন দল হারে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে।

সাসেক্সের রেকর্ড উদ্বোধনী জুটি (১৯৩৩)

টেড বোয়েলি (২৮৩) ও জন ল্যাংরিজ (১৯৫) মিলে হোভার মাঠে মিডলসেক্সের বিপক্ষে সাসেক্সের হয়ে ৪৯০ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন।

মরিস টার্নবুলের মৃত্যু (১৯৪৪) 

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার ও ওয়েলসের রাগবি আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি আজকের এদিনে শহীদ হন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।