ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চোখেমুখে তাদের এক নতুন চ্যালেঞ্জের উত্তেজনা। এই চ্যালেঞ্জ হলো এশিয়া কাপের আগে নিজেদের ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা।
ক্রিকেটারদের এই দৌড় প্রতিযোগিতা কোনো সাধারণ দৌড় নয়। এটি হলো ১৬০০ মিটারের দৌড়, যেখানে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা হয়।
এই পরীক্ষায় জাতীয় দলের জন্য নির্ধারিত হয়েছে তিনটি মানদণ্ড। যদি কোনো ক্রিকেটার ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে পারেন, তাহলে তাকে ধরা হয় ‘এলিট’ বা সেরা হিসেবে।
আর যদি ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে, তবে তা ‘কম্পিটেন্ট’ বা সন্তোষজনক ধরা হয়। এর থেকে বেশি সময় লাগলে তাকে ধরা হয় ‘লিমিটেড’ হিসেবে।
এইবারের ফিটনেস টেস্টে প্রথম দুই ভাগে সেরা হয়েছেন তরুণ ক্রিকেটার নাহিদ রানা এবং তানজিম হাসান। দুই ভাগে ভাগ হয়ে ক্রিকেটারদের পরীক্ষা নেওয়া হয়েছিল।
প্রথম ভাগে ১১ জনের মধ্যে সবাইকে পেছনে ফেলে নাহিদ রানা প্রথম হয়েছেন। আর দ্বিতীয় ভাগে ১৫ জনের মধ্যে সেরা হয়েছেন তানজিম হাসান।
দুই ভাগের সেরা এই দুই ক্রিকেটারের মধ্যে সময়ের ব্যবধানও চোখে পড়ার মতো। নাহিদ রানা মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় শেষ করে ‘এলিট’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন।
আর তানজিম হাসান সময় নিয়েছেন ৫ মিনিট ৫৩ সেকেন্ড, যা তাকে ‘কম্পিটেন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। এবারের ফিটনেস টেস্টে নাহিদ রানা হলেন একমাত্র ‘এলিট’ ক্রিকেটার।
আপনার মতামত লিখুন :