সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়ে পড়েছেন ভারতের তরুণ পেসার যশ দয়াল। এক কিশোরীকে যৌন হেনস্তার গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজস্থানের সাঙ্গান সদর থানায়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) তাকে আসন্ন ইউপি টি-টোয়েন্টি লিগ থেকে থেকে বহিষ্কার করেছে।
এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করা এই বাঁহাতি পেসারের ক্রিকেট ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।
২৭ বছর বয়সি যশ দয়াল আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চ্যাম্পিয়ন হওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গোরক্ষপুর লায়ন্স দল যশ দয়ালকে ৭ লাখ টাকায় কিনেছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তিনি এখন এই লিগে খেলতে পারবেন না।
রাজস্থান হাইকোর্ট সম্প্রতি তার গ্রেপ্তারের বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি, যা পুলিশের তদন্ত প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২২ আগস্ট ধার্য করা হয়েছে।
এটি যশ দয়ালের বিরুদ্ধে প্রথম আইনি অভিযোগ নয়। এর আগে গাজিয়াবাদে এক মহিলা তার বিরুদ্ধে পাঁচ বছরের সম্পর্কের মধ্যে শারীরিক, মানসিক ও মানসিক শোষণের অভিযোগ এনেছিলেন।
সেই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। তবে রাজস্থানের এই নতুন মামলায় হাইকোর্টের পক্ষ থেকে কোনো স্থগিতাদেশ না আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
আপনার মতামত লিখুন :