ভারতের ক্রিকেট অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২০২৫ সালের এশিয়া কাপে ভারত দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ তারকা শুভমান গিল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে দলের নেতৃত্ব দেবেন তিনি।
বিসিসিআই সূত্রে জানা গেছে, মাত্র ২৫ বছর বয়সি গিল তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই সুযোগ পেলেন।
গত আইপিএলে ১৫ ইনিংসে ৬৫০ রান করে গড় ৫০-এর কাছাকাছি রেখেছিলেন, যা তাকে এই সম্মান এনে দিয়েছে। জুলাই ২০২৪-এর পর এই টুর্নামেন্টের মধ্য দিয়েই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ফিরছেন তিনি।
শুভমান গিল এর আগেও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ২-২ ড্র করে ভারত। বিসিসিআই এখন গিলকে আরও বড় দায়িত্ব দিতে চাইছে।
শুধু এশিয়া কাপের সহ-অধিনায়ক নয়, শীঘ্রই তাকে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে রোহিত শর্মা ওয়ানডে দলের অধিনায়ক থাকলেও ধীরে ধীরে এই দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হতে পারে।
এদিকে, ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও চলছে জল্পনা।
বিসিসিআই সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজের পর অথবা ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফিতে অংশ না নিলে তাদের দ্বিতীয় সারির ক্রিকেটে ফিরে যেতে বা অবসর নিতে বলা হতে পারে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ অনিশ্চিত বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :