ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারের তীব্র সমালোচনার মুখে পড়েছে। কারণ, ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির’ প্রেজেন্টেশন অনুষ্ঠানে ট্রফির নাম থাকা দুই মহাতারকা, জিমি অ্যান্ডারসন ও সচিন টেন্ডুলকারকে আমন্ত্রণ জানানো হয়নি।
ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হলেও এই দুই কিংবদন্তীর অনুপস্থিতিতে সমালোচনার মুখে পড়ে ইসিবি।
সুনীল গাভাস্কার তার স্পোর্টস্টার কলামে উল্লেখ করেছেন, এটা ছিল প্রথমবারের মতো এমন একটি সিরিজ, যা ক্রিকেট ইতিহাসের দুই মহাতারকা, অ্যান্ডারসন এবং টেন্ডুলকারের নামে নামকরণ করা হয়েছে।
সিরিজ ড্র হওয়ার পরেও আশা করা যেত যে তারা দু’জনে উপস্থিত থেকে দুই দলের অধিনায়কদের ট্রফি দেবেন। জানা গেছে, উভয়েই তখন ইংল্যান্ডে ছিলেন। তাহলে কেন তাদের আমন্ত্রণ জানানো হয়নি? এমন কিছু কি হয়েছে? যেমনটা এই বছর শুরুতে অস্ট্রেলিয়ায় ঘটেছিল।
যেখানে অস্ট্রেলিয়া সিরিজ জিতলেও শুধুমাত্র এলান বর্ডারকে ট্রফি দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমাকে বাদ দেওয়া হয়েছিল।
গাভাস্কার আরও বলেন, এখনকার ক্রিকেট প্রশাসকরা মূলত মুনাফার কথা ভাবেন, তাদের কাছে খেলার ঐতিহ্য বা প্রেক্ষাপট অনেক সময় দুর্বোধ্য হয়ে যায়। এজন্য এই ছোটখাট ঘটনা ঘটে।
তিনি মেডেল প্রসঙ্গও তুলে ধরে বলেন, যা ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক স্টোকস ও শুভমান গিলকে দেওয়া হয়, যদিও সিরিজ ড্র হয়েছিল।
গাভাস্কার মনে করেন, এই মেডেল বিজয়ী দলের অধিনায়ককে দেওয়া উচিত নয়, বরং ‘ম্যান অব দ্য সিরিজ’কে দেওয়া উত্তম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন