ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কেলির অধীনে চলছে টাইগারদের কঠোর অনুশীলন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৩:১০ পিএম
ফিটনেস অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে এখন ব্যস্ততা তুঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে চলছে ক্রিকেটারদের কঠোর ফিটনেস অনুশীলন।

জিম থেকে শুরু করে মিরপুরের মূল মাঠ এবং পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত চলছে তাদের দৌড়ঝাঁপ। এর পেছনের মূল উদ্দেশ্য একটাই—ক্রিকেটারদের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদের ভালো অ্যাথলেট হিসেবে গড়ে তোলা।

গত ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটাররা সংক্ষিপ্ত বিরতি পেয়েছিলেন। ৪০ দিনের দীর্ঘ সফর শেষে পাওয়া এই বিরতিকে কাজে লাগিয়ে কেলি ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের জন্য একটি বিশেষ ফিটনেস প্রোগ্রাম তৈরি করেন।

গত কয়েক দিনের মতো আজও সকাল সাতটা থেকে পুরোদমে শুরু হয়েছে এই অনুশীলন।

বিরতির সময়টাই উন্নতির সেরা সুযোগ

ফিটনেস সেশন শেষে সংবাদমাধ্যমকে নাথান কেলি জানান, আমরা সারা বছর ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি, অন্য দেশগুলোর মতো লম্বা বিরতি আমাদের নেই। তাই সিরিজ শেষের এই সময়টাকেই আমরা কাজে লাগাই। এই সময়টাতেই উন্নতির সুযোগ বেশি থাকে।

তিনি আরও বলেন, ফিটনেস ক্যাম্পের লক্ষ্য শুধু 'পাস' বা 'ফেল' করা নয়। বরং প্রতিটি ক্রিকেটারের ব্যক্তিগত ঘাটতিগুলো চিহ্নিত করা এবং তাদের উন্নতির জন্য আলাদা পরিকল্পনা করা।

কেলি আরও বলেন, কেউ হয়তো টাইম ট্রায়ালে ভালো করতে পারেনি, কিন্তু জিম সেশনে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত শক্তি ও দুর্বলতা বুঝে তাদের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করি।

চোখে পড়ার মতো সাফল্য ও নতুন রেকর্ড

গত এক সপ্তাহের কঠোর অনুশীলনে এর মধ্যেই চোখে পড়ার মতো সাফল্য এসেছে। টাইম ট্রায়ালে ১২ জন ক্রিকেটার তাদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন, এবং সব মিলিয়ে ৫৬টি নতুন রেকর্ড হয়েছে।

কেলির মতে, এটি প্রমাণ করে যে ক্রিকেটারদের মধ্যে নিজেদের উন্নত করার তীব্র চেষ্টা এবং সুস্থ প্রতিযোগিতা দুটোই প্রবলভাবে বিদ্যমান।

তিনি বিশেষ করে তরুণ ক্রিকেটার নাহিদ রানার প্রশংসা করে বলেন, নাহিদ যখন খেলার মধ্যে থাকে না, তখনও সে নিজে থেকেই ফিটনেস নিয়ে কাজ করে। এটা অসাধারণ।

কেলি মনে করেন, একজন ভালো অ্যাথলেট হওয়াটা সব খেলার জন্যই বাধ্যতামূলক। তিনি শীর্ষস্থানীয় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উদাহরণ টেনে বলেন, তাদের ক্রিকেটাররা ফিট, শক্তিশালী এবং অ্যাথলেটিক। আমাদেরকেও সেই পর্যায়ে পৌঁছাতে হবে।