যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে বাংলাদেশে আসতে পারছেন না তিনি। এ কারণে দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই তারকা ক্রিকেটার। এবারই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে নামছেন।
আইসিসির অনুমোদন না পেলেও মাইনর লিগ ক্রিকেট মেজর লিগ ক্রিকেটের একটি উন্নয়নমূলক ধাপ হিসেবে বিবেচিত হয়। ২০২৩ সাল থেকে আইসিসি এই লিগকে তাদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছে।
আটলান্টা ফায়ার্স নামের বাংলাদেশি মালিকানাধীন দলটি সাকিবকে দলে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি ওয়াইল্ড কার্ডের সুবিধায় বিদেশি কোটায় খেলবেন।
এর আগে এই একই কোটায় বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসির হোসেনও খেলেছেন।
বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি এখনো মার্কিন নাগরিকত্ব নেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পর অবসর সময়ে এবার মাইনর লিগের মঞ্চে খেলবেন তিনি।