ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:২৩ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে আট দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।

তবে ভারত-পাকিস্তান দল ঘোষণা করলেও এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২২ আগস্টের মধ্যে দল ঘোষণার সময়সীমা বেঁধে দিলেও, দেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন ছিল, কবে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা?

জানা গেছে, আগামীকাল অথবা পরশুর মধ্যেই দল ঘোষণা হতে পারে।

মূলত নির্বাচক কমিটির সদস্যদের ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণেই এই বিলম্ব। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বর্তমানে ঢাকায় আছেন, অন্যদিকে আরেক নির্বাচক আবদুর রাজ্জাক রয়েছেন অস্ট্রেলিয়ার ডারউইনে।

এছাড়া দল ও কোচিং স্টাফরা নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি নিতে অবস্থান করছেন সিলেটে। এই 'ট্রায়াঙ্গুলার লোকেশন' সমস্যার কারণেই দল ঘোষণায় কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

তবে তিনি আশ্বস্ত করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণা করা হবে।

এদিকে, নেদারল্যান্ডস সিরিজের জন্য এরই মধ্যে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন।

নেদারল্যান্ডস সিরিজটি মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই এই সিরিজে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন।