ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৬:২৪ পিএম
বাংলাদেশ এ দল। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

এই হারের ফলে পাঁচ ম্যাচের মধ্যে তৃতীয় পরাজয় বরণ করতে হলো টাইগারদের।

শনিবার ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। শুরুটা ভালো না হলেও, শেষ দিকে দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৫ রানের একটি বড় সংগ্রহ দাঁড় করায় তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জিশান আলম, তিনি ৩৮ বলে এই রান করেন। এছাড়া, আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন এবং ইয়াসির আলী ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ওপেনার মোহাম্মদ নাঈম ১৭ বলে ১৫ রান করেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দারুণ শুরু করে। তাদের ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি একাই ম্যাচের গতিপথ বদলে দেন। মাত্র ৫৩ বলে অপরাজিত ১০২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি।

আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ রান করেন। শেষদিকে হ্যারি মেন্নাতি ১৪ বলে ২৫ রান করে জয়ের পথ সহজ করেন।

বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে সাইফ হাসান ২৮ রানে ২টি উইকেট নিলেও, বাকি বোলাররা তেমন কোনো সুবিধা করতে পারেননি।