ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ভিসা জটিলতায় সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৩১ এএম

ভিসা জটিলতার কারণে সৌদি আরবে মারা যাওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক প্রবাসীর মরদেহ দেশে আনতে পারছে না তার পরিবার। দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন কাটানোর পর হাফেজ মোহাম্মদ ইব্রাহীম (৪৮) গত ৬ অক্টোবর সৌদির কিং আবদুল আজিজ হাসপাতালে মারা যান।

জানা যায়, মৃত হাফেজ ইব্রাহীম আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজের বাড়ির বাসিন্দা। তিনি প্রায় ৯ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের মক্কায় যান এবং সেই থেকে আর দেশে ফিরে আসেননি।

মোহাম্মদ ইব্রাহীমের মেয়ের জামাই হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, ভিসা জটিলতার কারণে তার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। ফলে দেশে থাকা পরিবারের সদস্যরা দুশ্চিন্তা ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন। 

পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে মরহুমের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা যায়।