‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো দিনাজপুরেও উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বালুবাড়ীস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। আরও বক্তব্য দেন কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুরের উপ-পরিচালক ডা. মাহফুজা খাতুন, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ছোটবেলা থেকেই ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।