ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণ জানালেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:৪৪ পিএম
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

তিন মাস আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তার এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কারণ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

অবশেষে, 'হিটম্যান' খ্যাত এই ক্রিকেটার নিজেই তার অবসরের মূল কারণ প্রকাশ্যে এনেছেন।

রোহিত জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পেছনে মূল কারণ হলো এই ফরম্যাটের মানসিক এবং শারীরিক ধকল। তিনি বলেন, 'এই ফরম্যাটের (টেস্ট) জন্য প্রচুর প্রস্তুতির প্রয়োজন।

এটি মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। পাঁচ দিন ধরে খেলা চলে, যা আপনার পুরো শরীর ও মনকে নিংড়ে নেয়।'

তিনি আরও বলেন, 'তবে প্রতিটি ক্রিকেটারই প্রথম শ্রেণির ম্যাচ খেলেই আসে। আমরা যখন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছিলাম, মুম্বাই বা অন্য ক্রিকেটেও দুই দিনের ম্যাচ খেলেছি। যা ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করেছে।'

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও রোহিত শর্মা এখনও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলারও ইচ্ছা প্রকাশ করেছেন।