ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফিট হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সূর্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৬:২৯ পিএম
সূর্যকুমার যাদব। ছবি- সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন। সম্প্রতি রোহিত শর্মার অবসরের পর ছোট ফরম্যাটের নেতৃত্ব তার কাঁধেই পড়েছে।

সাম্প্রতিক এক ভিডিওতে সূর্যকুমার তার ইনজুরি, সার্জারি এবং পুনর্বাসন প্রক্রিয়ার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, স্ক্যানে ইনজুরি ধরা পড়ার পর তাকে জার্মানিতে চিকিৎসা করাতে হয়।

এরপর শুরু হয় তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া, যেখানে ভারতীয় দলের ফিজিও, কন্ডিশনিং কোচ এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন।

সূর্যকুমার বলেন, ‘যখন স্ক্যান করালাম, ইনজুরি স্পষ্ট ছিল। আইপিএলের পর জার্মানিতে চিকিৎসা করাই। গত বছর যেভাবে চিকিৎসা ও পুনর্বাসন হয়েছে, তা আমাকে ধাপে ধাপে প্রস্তুত করেছিল। আর এখন আমি সম্পূর্ণ ফিট।’

এদিকে এশিয়া কাপকে সামনে রেখে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর সূর্যকুমার এখন কঠোর অনুশীলন করছেন। তিনি ব্যাটিং দক্ষতা, ফিটনেস এবং স্ট্রেংথ ট্রেনিং-এর ওপর বিশেষ মনোযোগ দিচ্ছেন।

তার লক্ষ্য, এশিয়া কাপে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া।

ভারতীয় দল ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে, যেখানে তারা প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে।