আসন্ন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন নিয়ে তৈরি হওয়া উত্তেজনা অনেকটাই শেষ হয়ে গেছে।
১১টি পদের মধ্যে ১০টিতেই একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। ফলে কেবল মাত্র একটি পদের জন্য লড়াই হতে যাচ্ছে।
আগামী ৪ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ২১২ জন নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কোয়াবের সভাপতি পদটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই পদের জন্য লড়ছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং বর্তমান তারকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। দুই প্রজন্মের দুই খেলোয়াড়ের এই প্রতিদ্বন্দ্বিতা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
মিঠুনের পক্ষে বর্তমান ক্রিকেটারদের সমর্থন বেশি থাকার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সেলিম শাহেদ পেতে পারেন অভিজ্ঞ ও সাবেক ক্রিকেটারদের ভোট।
বাকি ১০টি পদে একক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি)। আট সদস্য-নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।