আর কদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধরনের পরিবর্তন এসেছে সময়সূচিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, বেশিরভাগ ম্যাচের শুরু হওয়ার সময় পেছানো হয়েছে।
আগে ঘোষণা করা হয়েছিল, এবারের এশিয়া কাপের সব ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) শুরু হবে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।
তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি আগের নির্ধারিত সময়, অর্থাৎ স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) শুরু হবে।
এবারের এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করা হবে আরব আমিরাতের দুটি শহরে—আবুধাবি ও দুবাই। এর মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১টি ম্যাচ এবং আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে আবুধাবিতে এবং শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
এবারের আসরে মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ 'এ'তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। অন্যদিকে গ্রুপ 'বি'তে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি এক বিবৃতিতে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এটি খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করবে।