ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে থাকবে বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৩৫ পিএম
এশিয়া কাপ ২০২৫। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ২০২৫-এর জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই তালিকায় বাংলাদেশের দুইজন আম্পায়ার, গাজী সোহেল এবং মাসুদুর রহমান জায়গা করে নিয়েছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এসিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

এবারের এশিয়া কাপে মোট ১০ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, যাদের সবাই অংশগ্রহণকারী দেশগুলো থেকে নির্বাচিত। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গাজী সোহেল ও মাসুদুর রহমান।

তাদের সঙ্গে রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা এবং শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা।

তালিকাভুক্ত অনেক আম্পায়ারই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্যানেলে আছেন। টুর্নামেন্টের নিরপেক্ষতা নিশ্চিত করতে এসিসি একটি বিশেষ নিয়ম অনুসরণ করবে।

প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলের কোনো আম্পায়ার সেই ম্যাচে দায়িত্ব পালন করবেন না। এর ফলে, প্রতিটি ম্যাচেই নিরপেক্ষ আম্পায়ারিং নিশ্চিত হবে।