ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

হংকংকে ১৮৯ রানের টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৩০ পিএম
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে দারুণ শুরু করেছে আফগানিস্তান। ওপেনার সাদেকুল্লাহ। আতাল এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন ওপেনার সাদেকুল্লাহ।। 

এদিন ৩.২ ওভারে ২ উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় উইকেটে মোহাম্মদ নবির সঙ্গে ৫১ রানের জুটি গড়েন ওপেনার সাদেকুল্লাহ।

দলীয় ৭৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন নবি। তিনি ২৬ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৩ রান করে ফেরেন। এরপর দলীয় ৯৫ রানে আউট হন সাবেক আরেক অধিনায়ক গুলবাদিন নায়েব। 

৯৫ রানে ৪ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে সাদেকুল্লাহর সঙ্গে গড়েন ৮২ রানের জুটি।

তাদের এই জুটিতেই রানের চূড়ায় পৌঁছায় আফগানরা। দলীয় ১৭৭ রানে ফেরেন আজমতউল্লাহ। তিনি মাত্র ২১ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন।

ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে যান সাদিকুল্লাহ। তিনি ৫২ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় আফগানরা।

শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৭৩ রানে রানে। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই।

আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।