ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে দল পেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৫১ পিএম
তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

অবশেষে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ, এসএ২০-তে দল পেয়েছেন। 

চতুর্থ আসরের নিলামে বাঁহাতি এই স্পিনারকে প্রায় ৩৫ লাখ টাকায় (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

এই নিলামে নাম ছিল মোট ১৪ জন বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়সহ আরও অনেক বড় নাম থাকলেও দল পেয়েছেন কেবল তাইজুল। 

এমনকি মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও কোনো দল তাকে নেয়নি। বাকি ১২ জনের নামই ওঠেনি নিলামে। 

তাইজুল যদি শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পারেন, তাহলে তিনি ডারবানসে সতীর্থ হিসেবে পাবেন টি-টোয়েন্টির আরও অনেক বড় তারকাকে। তাদের মধ্যে আছেন সুনীল নারাইন, হাইনরিখ ক্লাসেন, জস বাটলার এবং এইডেন মার্করামের মতো ক্রিকেটাররা। 

তবে তাইজুলের এই টুর্নামেন্টে খেলা এখনও অনিশ্চিত। কারণ এসএ২০-এর সময়সূচি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে মিলে যায়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (NOC) পাওয়ার ওপর তার খেলা নির্ভর করছে। 

গত বছর একই কারণে রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও বিসিবির অনুমতির অভাবে খেলতে পারেননি।