এশিয়া কাপের ১৭তম আসরে আজ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আবুধাবিতে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
দিনের অপর ম্যাচে দুবাইয়ে রাত ৮টা ৩০ মিনিটে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আরব আমিরাত এবং ওমান দুই দলই। নিজেদের মাঠে এশিয়া কাপ শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।
অপরদিকে, পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে ওমান। আজ দুই দলই জয়ের খোঁজে মাঠে নামবে। যারা জিতবে তারা টুর্নামেন্টে টিকে থাকার আশা জিইয়ে রাখবে।
দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে শ্রীলঙ্কা লড়বে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে মিশন শুরু করেছে।
অন্যদিকে, হংকং তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে। আজ উভয় দলই জয়ের জন্য মুখিয়ে থাকবে।
এদিকে, ‘বি’ গ্রুপে এখন পর্যন্ত আফগানিস্তান এক নম্বরে আছে। ২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।