বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব বহন করছে, যেখানে বেশ কিছু নতুন মুখ ও পুরনো অভিজ্ঞদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার আগে, ২২ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন সংগ্রহের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর, ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র বিতরণ করতে পারবেন এবং ২৮ সেপ্টেম্বর তা দাখিল করতে হবে।
এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারের অংশগ্রহণ।
গত মে মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়া আমিনুল ইসলাম বুলবুল এবার আর মনোনয়নের পথে না হেঁটে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল প্রথমবারের মতো বিসিবি নির্বাচনে লড়তে যাচ্ছেন।