বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকার। তবে তার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা জটিলতা রয়েছে। জানা গেছে, লিটনের ইনজুরির বিষয়টি জানার পর থেকেই সৌম্যর বা অন্য কারও ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রাখা হয়নি।
ফলে শেষ মুহূর্তে এই ভিসা জটিলতার কারণে সৌম্য সরকারের আমিরাত পৌঁছানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিরিজের প্রথম ম্যাচের আগে তিনি ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজেই দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ ছিল সৌম্য সরকারের।