ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৩:৫৩ পিএম
অস্ট্রেলিয়া নারী দলের দুই ওপেনার। ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। টস হেরে বোলিংয়ে নিউজিল্যান্ড।

আজ বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। টস জিতে অজিদের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসে অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান। ১১ বলে ১৭ রানে খেলছেন অ্যালিসা হিলি এবং ৭ বলে ১০ রানে ব্যাট করছেন ফোবি লিচফিল্ড।

এদিকে, টসে জয়ের পর অজি অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, আমরা আগে ব্যাট করব। রানবোর্ডে ভালো সংগ্রহ গড়ে তুলতে চাই। সম্ভাবনা আছে যে ম্যাচের শেষ দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হতে পারে, যদিও গতকাল তেমনটা হয়নি।

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন বলেন, আমরাও আগে ব্যাট করতে চাইতাম। তবে নতুন উইকেট, টুর্নামেন্টের শুরু—এ নিয়ে খুব একটা চিন্তিত নই। আমাদের দলে অভিজ্ঞতা আর তরুণদের দুর্দান্ত সমন্বয় রয়েছে।