ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটে ঝড়ো ইনিংসে রান তুলছে স্বাগতিকরা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৭ রান। দুই ওপেনারই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।
সৌম্য সরকার ৫৫ বলে ৬২ রানে অপরাজিত, আর সাইফ হাসান ৪৭ বলে ৫৩ রানে ব্যাট করছেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি সাইফের প্রথম ফিফটি।
বাংলাদেশ সর্বশেষ শতরানের উদ্বোধনী জুটি পেয়েছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে, তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে। প্রায় ১০ বছর পর মিরপুরে আবারও শতরানের পার্টনারশিপ গড়ার পথে দুই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ১ রানে হার বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ নষ্ট করে দেয়। তাই আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী। এ লক্ষ্যেই আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার স্পিন বোলিং করিয়ে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজও স্পিন আক্রমণ দিয়ে শুরু করে তারা। কিন্তু আকিল হোসেনের প্রথম ওভারেই দুই চার মেরে ঝড়ের বার্তা দেন সাইফ হাসান। এরপর সৌম্য সরকারও মারমুখী ভঙ্গিতে ব্যাট চালান।
মাত্র ৪৬ বলে আসে উদ্বোধনী জুটির পঞ্চাশ। যদিও একপর্যায়ে খারি পিয়েরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়তে যাচ্ছিলেন সাইফ, রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
স্পিনে ফল না পেয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ১০ম ওভারে বল তুলে দেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে। কিন্তু সেখানেও সৌম্য দুটি চারে জানান দেন, আজ কাউকেই ছাড়বেন না।
৪৮ বল মোকাবিলায় সৌম্য তুলে নেন নিজের ১৪তম ওয়ানডে ফিফটি, যার মধ্যে এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ। এরপর ৪৪ বলে নিজের প্রথম ফিফটি পূর্ণ করেন সাইফ হাসান।
বাংলাদেশের এই দারুণ সূচনায় দর্শক ও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা আজ হয়তো দেখা যাবে এক নতুন ইতিহাস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন