নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটে উড়ন্ত শুরু পায় স্বাগতিক ভারত।
আজ রবিবার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফ্রিকা অধিনায়ক। এ দিন বৃষ্টির কারণে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।
টস হেরে ভারতের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় টিম ইন্ডিয়া।
ইনিংসের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু হলেও তারপর থেকে মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকেন ভারতের দুই ওপেনার। এ দিন প্রথম ৭ ওভারেই ভারত তুলে নেয় দলীয় অর্ধশত রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। ২৫ বলে ২৯ রান নিয়ে খেলছে শেফালি বর্মা এবং ৩৫ বলে ২৭ রান নিয়ে ব্যাট করছে স্মৃতি মান্ধানা।
এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দু’দলের দেখায় ভারতকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন