নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত। শেফালি বর্মার ৮৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত।
আজ রোববার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আফ্রিকা অধিনায়ক। এ দিন বৃষ্টির কারণে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।
টস হেরে ভারতের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় টিম ইন্ডিয়া।
ইনিংসের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু হলেও তারপর থেকে মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকেন ভারতের দুই ওপেনার। এ দিন প্রথম ৭ ওভারেই ভারত তুলে নেয় দলীয় অর্ধশত রান।
এই জুটিতে তারা তুলে নেয় দলীয় শতকও। দলীয় ১০৪ রানের মাথায় মান্ধানা ব্যক্তিগত ৪৫ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ভারতের ওপেনিং জুটি।
মান্ধানা ফিরলেও একপাশ আগলে রেখে বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আরেক ওপেনার শেফালি বর্মা। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন এই ওপেনার।
ভারতের স্কোরবোর্ড যখন ১ উইকেটে ১৬৬ রান ছিল, তখন মনে হচ্ছিল ৩৫০ রানে গিয়ে ঠেকবে মোট রান। কিন্তু ১৬৬ রানে শেফালি, ১৭১ রানে জেমিমাকে হারিয়ে কমে যায় রানের চাকা।
শেষদিকে দীপ্তি শর্মার ফিফটি ও রিচা ঘোষের দারুণ ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত।
ব্যাট হাতে ভারতের হয়ে ৫৮ বলে ৪৫ রান করেন স্মৃতি মান্ধানা, ৭৮ বলে ৮৭ রান করেন শেফালি বর্মা, ৩৭ বলে ২৪ রান করেন জেমিমাহ, ২৪ বলে ৩৪ রিচা ঘোষ এবং ৫৮ বলে ৫৮ রান করেন দীপ্তি শর্মা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন আয়াবঙ্গা খাকা এবং ১টি করে উইকেট নেন ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক ও ননকুলুলেকো এমলাবা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন