ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

সিলেটে নয় ঢাকায় শুরু হবে দ্বাদশ বিপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। সিলেট পর্যটন মৌসুম চলায় পর্যাপ্ত হোটেল ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটা সমস্যা তৈরি হওয়ায় আমরা মিরপুরে টুর্নামেন্ট শুরু করব।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দুই দিনের খেলা অনুষ্ঠিত হবে। এরপর একদিন বিরতি থাকবে। ২৯ ও ৩০ ডিসেম্বর আবার মিরপুরে ম্যাচ চলবে। সিলেট পর্ব শুরু হবে আগামী ৩ জানুয়ারি।

এর ফলে ২০১৭ সালের পর প্রথমবার সিলেট থেকে বিপিএল শুরু করার সম্ভাবনা এবারও বাস্তবায়িত হলো না। এছাড়া খেলা শুরুর তারিখও এক সপ্তাহ পিছিয়েছে।