ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

শেষ মুহূর্তের গোলে রোনালদোর শিরোপা স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:২৪ এএম
আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল ইত্তিহাদের করিম বেনজেমা ।। ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে শেষ মুহূর্তের গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়েছে আল ইত্তিহাদ। এ হারে শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে রোনালদোর দল।

বুধবার (৭ মে) রাতে রিয়াদের আল-আউয়াল পার্কে করিম বেনজেমার আল ইত্তিহাদের মুখোমুখি হয় রোনালদোর আল নাসর। যেখানে নাটকীয়ভাবে ৩-২ গোলের জয় পায় ইত্তিহাদ।

ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলতে থাকে আল নাসর। মাত্র তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন সাদিও মানে। এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় রোনালদোরা। একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে ইত্তিহাদের রক্ষণভাগকে।

২৪তম মিনিটে রোনালদো একটি দর্শনীয় ওভারহেড কিক নিলেও তা গোলপোস্টে পৌঁছায়নি। তবে ৩৭তম মিনিটে আয়মান ইয়াহিয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘুরে দাঁড়ায় আল ইত্তিহাদ। ম্যাচের ৫০তম মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধান কমায় ইত্তিহাদ। এর দুই মিনিট পরেই দলকে সমতায় ফেরান এনগোলো কন্তে। মোহাম্মদ শানকেতির অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান এই ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয় নিশ্চিত করে আল ইত্তিহাদদ। বাঁ দিক থেকে মুসা ডিয়াবির ক্রস থেকে হুসেম আওয়ারের নেয়া শট ঠেকিয়ে দেন আল নাসরের গোলকিপার। তবে ফিরতি বলে বল আলতো টোকায় জালে পাঠান এই আলজেরিয়ান মিডফিল্ডার।

এই জয়ে ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল আল ইত্তিহাদ। অন্যদিকে, ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে আল নাসর। ফলে শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে রোনালদোর দল।