ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

মেসির গোলেও রক্ষা পেল না মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৮:২৮ এএম
গোল করার পর মেসির উদযাপন। ছবি- সংগৃহীত

কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর মেজর লিগ সকারে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ইন্টার মায়ামির সামনে। কিন্তু লিওনেল মেসি ও কোচ হাভিয়ের মাশ্চেরানোর দলটি সেই সুযোগ হারিয়ে আরও বড় ধাক্কা খেল মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে। 

মেসির একমাত্র গোল কেবল হারের ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি মায়ামির। অ্যালিয়াঞ্জ ফিল্ডে স্বাগতিকদের কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

বল দখলে ৭৪ শতাংশ আধিপত্য ছিল মায়ামির, কিন্তু সুয়ারেজের অনুপস্থিতিতে আক্রমণভাগ ছিল ছন্দহীন। মিনেসোটার হয়ে গোল করেন বঙ্গকুহলে লঙওয়ানে (৩২'), অ্যান্থনি মার্কানিচ (৪৫+২'), রবিন লোড (৭০') এবং এক আত্মঘাতী গোল করেন মার্সেলো উইগান্ডট (৬৮')। এদিকে মেসির একমাত্র গোল আসে ৪৮ মিনিটে।

এই হারে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের চারে নেমে গেল মায়ামি। ১১ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ২১। একটি করে ম্যাচ বেশি খেলে শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে এফসি সিনসিনাতি (২৫), কলম্বাস ক্রু (২৫) ও ফিলাডেলফিয়া ইউনিয়ন (২৩)।

মেসির আগমনের পর এই ম্যাচেই সবচেয়ে বড় ব্যবধানে হারল ‘লা গারজাস’রা। সাম্প্রতিক ৫ ম্যাচে ৪ হার দলের ভবিষ্যৎ পথ কঠিন করে তুলেছে, যা কোচ মাশ্চেরানোর জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।