মিউনিখের আকাশজুড়ে যেন কনফেটির বৃষ্টি, গ্যালারিতে গর্জন, মাঠজুড়ে উল্লাস—বিদায়ের দিনে বায়ার্ন কিংবদন্তি থমাস মুলার যেন লিখলেন রূপকথা!
গতকাল শনিবার বুন্দেসলিগার শেষ হোম ম্যাচে বরুসিয়া মনচেনগ্লাডবাককে ২-০ গোলে হারিয়ে উৎসব শুরু করে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৩৫ বছর বয়সী মুলার—যার জন্য এটাই ছিল ঘরের মাঠে বায়ার্ন জার্সিতে শেষ ম্যাচ।
ম্যাচ শেষে অধিনায়ক ম্যানুয়েল নয়ার ‘সালাদ বোল’ নামে পরিচিত বুন্দেসলিগার ট্রফি তুলে দেন মুলারের হাতে, যা তিনিই প্রথম উঁচিয়ে ধরেন।
৫০২তম বুন্দেসলিগা ম্যাচে ৮৪তম মিনিটে মাঠ ছাড়েন মুলার, সতীর্থদের আলিঙ্গন ও গ্যালারির ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় জানান তিনি। ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ফুটবলারকে মাঠের পাশে উপহার দেওয়া হয় ফুল ও তার ট্রফিজয়ী মুহূর্তের বিশেষ একটি ছবি।
ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দেখা যায় বিশাল টিফো—‘২৫ বছর ধরে আমাদের রঙের জন্য সবকিছু!’ লেখা সেই টিফোতে ছিল মুলারের ট্রফি হাতে ছবি। ক্লাব অফিসিয়ালরাও তাকে সম্মান জানান।
২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে বায়ার্নের যুব দলে যোগ দেন মুলার। এরপর ২০০৮ সালে অভিষেক, আর ২০০৯-১০ মৌসুম থেকে মূল দলে স্থায়ী হন। এরপর থেকে ৭০০-এর বেশি ম্যাচে অংশ নিয়ে ২০০+ গোল ও সমানসংখ্যক অ্যাসিস্টসহ জিতেছেন রেকর্ড ১৩টি বুন্দেসলিগা শিরোপা।
যদিও আরও থাকতে চেয়েছিলেন, তবে উচ্চ বেতনের কারণে ক্লাব নতুন চুক্তিতে আগ্রহ দেখায়নি।
বিদায় উৎসবের আরেক আবেগঘন মুহূর্ত ছিল হ্যারি কেইনের প্রথম ট্রফি উদযাপন! ক্যারিয়ারে বহুবার শিরোপার দোরগোড়ায় গিয়ে ব্যর্থ হওয়া ইংলিশ অধিনায়ক অবশেষে পেলেন কাঙ্ক্ষিত স্বাদ।
দ্বিতীয় গোলটি ছিল তার, যা এবারের লিগে তার ২৫তম গোল। প্রথম গোলটি করেন মাইকেল অলিসে, যিনি কেইনের গোলে অ্যাসিস্টও করেন।
আগের সপ্তাহেই রেকর্ড ৩৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছিল বায়ার্ন। তবে থমাস মুলারের বিদায়ের ম্যাচটি রয়ে গেল এক আবেগঘন সমাপ্তি হিসেবে।