শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১২:২১ পিএম

ঘরের মাঠে হামজার অভিষেকে বাফুফের যত আয়োজন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১২:২১ পিএম

ঘরের মাঠে হামজার অভিষেকে বাফুফের যত আয়োজন

ছবি : সংগৃহীত

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুধু একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এমন জমকালো আয়োজনের পরিকল্পনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বললেই চলে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠবে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেককে ঘিরে। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে প্রথমবার ঘরের মাঠে নামবেন এই তারকা ফুটবলার।

এ ছাড়াও এই ম্যাচে সমিত সোমেরও অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, জুনের গরম আবহাওয়ার কথা মাথায় রেখে এবং জাতীয় স্টেডিয়ামের নতুন ফ্লাডলাইটের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচটি সন্ধ্যা ৭টার দিকে শুরু হতে পারে। এর ফলে কৃত্রিম আলোয় হামজা ও সতীর্থদের খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা।

বাফুফে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মাঠের বাইরেও একাধিক আকর্ষণীয় কর্মসূচি হাতে নিয়েছে। ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে স্টেডিয়ামে ১০ থেকে ১৫ মিনিটের একটি কনসার্টের পরিকল্পনা করা হয়েছে।

 এ ছাড়াও লেজার শোসহ আরও কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে। এএফসির অনুমতি পাওয়া গেলে ম্যাচের বিরতিতে ৫ মিনিটের একটি বিশেষ আয়োজন রাখারও পরিকল্পনা রয়েছে বাফুফের।

প্রায় সাড়ে ২২ হাজার দর্শক গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন। তবে খেলা নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রা আরও বেশি বলে ধারণা করছে বাফুফে। তাই আটটি বিভাগে আলাদা করে ফ্যান জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

টিকিটের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে এবং টিকিট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। বাফুফে সাধারণ গ্যালারি, ক্লাব হাউস গ্যালারি (১-২), ভিআইপি গ্যালারি (১-২), স্কাই ভিউ গ্যালারি, হসপিটালিটি বক্স ও প্রেসিডেন্ট বক্স – এই ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে।

টিকিট কোন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে। গতকাল কম্পিটিশন কমিটি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। 

সভা শেষে কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বাফুফে ভবনে সাংবাদিকদের জানান, ‘আমাদের সাধারণ গ্যালারিতে পশ্চিম ও পূর্ব মিলিয়ে ১৮ হাজার ৩০০টি আসন রয়েছে।

কিছু চেয়ার সরিয়ে মশালের পাশের জায়গায় দর্শকদের বসার ব্যবস্থা করা হবে, যাতে আসনের কোনো ঘাটতি না থাকে। 

আমরা একটি নতুন এলাকা তৈরি করেছি, যার নাম স্কাই ভিউ। ভিআইপি বক্সের ছাদে বসে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। আমরা নিজেরা বসে দেখেছি সেখান থেকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলা দেখা যায়।’

সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে নেওয়া সব উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে ধাপে ধাপে প্রকাশ করবে বাফুফে। 

রূপালী বাংলাদেশ

Link copied!