জুন উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুনরায় বাংলাদেশে ফিরেছেন।
আজ সোমবার (২ জুন) বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান লেস্টার সিটির এই মিডফিল্ডার।
বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হামজা সরাসরি টিম হোটেলে রওনা হন। তার আগমনের খবর পেয়ে বেশ কয়েকজন সাংবাদিক বিমানবন্দরে তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার।
জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলনও গতকালের মতো ক্লোজড ডোর রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে হামজা প্রথমবার বাংলাদেশে এসেছিলেন।
তখন তিনি সপরিবারে সরাসরি সিলেট গিয়েছিলেন, যেখানে সিলেট বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে সমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল।
যদিও সেবার বাফুফের অভ্যর্থনা ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, তবে আজ ঢাকা বিমানবন্দরে হামজাকে দেখতে আসা সমর্থকের সংখ্যা সিলেটের তুলনায় কিছুটা কম ছিল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন